যিরমিয় 8:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 গিলিয়দে কি মলম নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 গিলিয়দে কি মলম নেই? সেখানে কি চিকিৎসক নেই? তবে আমার জাতির কন্যা কেন স্ব্বাস্থ্য লাভ করে নি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 গিলিয়দে কি কোনো ব্যথার মলম নেই? সেখানে কি কোনো চিকিৎসক নেই? তাহলে কেন আমার জাতির লোকেদের ক্ষত নিরাময় হয় না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 গিলিয়দে কি কোনও স্নিগ্ধ প্রলেপ নেই? নেই কি সেখানে কোনও চিকিৎসক? তবে, কেন আমার স্বজাতির মানুষ সুস্থ হয় নি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 গিলিয়দে কি তরুসার নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 গিলিয়দে নিশ্চয়ই ডাক্তার এবং ওষুধ আছে। তাহলে আমার লোকদের আঘাত কেন সারে নি? অধ্যায় দেখুন |