যিরমিয় 8:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 শস্য কাটিবার সময় গেল, ফলচয়নের কাল শেষ হইল, কিন্তু আমাদের পরিত্রাণ হয় নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 শস্য কাটার সময় গেল, ফলচয়নের কাল শেষ হল, কিন্তু আমাদের উদ্ধার লাভ হয় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 “শস্যচয়নের কাল অতীত হয়েছে, গ্রীষ্মকাল শেষ হয়েছে, কিন্তু আমাদের উদ্ধারলাভ হয়নি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তারা কেঁদে বলে,গ্রীষ্ম চলে গেছে, শেষ হয়েছে ফসল কাটা, কিন্তু আমরা রক্ষা পেলাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 শস্য কাটিবার সময় গেল, ফলচয়নের কাল শেষ হইল, কিন্তু আমাদের পরিত্রাণ হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 এবং লোকরা বলল, “ফসল কাটার সময় পেরিয়ে গিয়েছে। গ্রীষ্মও চলে গিয়েছে। তবুও আমরা রক্ষা পেলাম না।” অধ্যায় দেখুন |