যিরমিয় 7:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 আর এই জাতির শব আকাশের পক্ষীসমূহের ও ভূমির পশুগণের ভক্ষ্য হইবে, কেহ তাহাদিগকে তাড়াইয়া দিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আর এই জাতির লাশ আসমানের পাখিদের ও ভূমির পশুগুলোর খাবার হবে, কেউ তাদেরকে তাড়িয়ে দেবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তখন এই লোকেদের মৃতদেহ আকাশের পাখিদের এবং বুনো পশুদের আহার হবে, সেগুলিকে তাড়িয়ে দেওয়া জন্য কেউ আর থাকবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 মৃতদেহগুলি হবে পাখি ও বন্যপশুদের আহার, তাদের তাড়াবার জন্য কেউ থাকবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আর এই জাতির শব আকাশের পক্ষীসমূহের ও ভূমির পশুগণের ভক্ষ্য হইবে, কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 মৃতদেহগুলি খোলা আকাশের নীচে পড়ে থাকবে। আর সেই মৃতদেহগুলি ছিঁড়ে খাবে আকাশের শকুন ও বনের পশুরা। ঐ শকুন ও পশুদের তাড়া করার মতো কেউ বেঁচে থাকবে না। অধ্যায় দেখুন |