যিরমিয় 7:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 কারণ আমার দৃষ্টিতে যাহা মন্দ, যিহূদার সন্তানগণ তাহাই করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন; এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, ইহা অশুচি করণার্থে তাহারা ইহার মধ্যে আপনাদের ঘৃণিত বস্তু সকল রাখিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 কারণ আমার দৃষ্টিতে যা মন্দ, এহুদার সন্তানেরা তা-ই করেছে, মাবুদ এই কথা বলেন; এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, এটি নাপাক করবার জন্য তারা এর মধ্যে নিজেদের ঘৃণিত বস্তুগুলো রেখেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 “ ‘সদাপ্রভু বলেন, যিহূদার লোকেরা আমার চোখের সামনে পাপ করেছে। তারা আমার নামে আখ্যাত মন্দিরের মধ্যে তাদের ঘৃণ্য সব প্রতিমা স্থাপন করে তা কলুষিত করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 যিহুদীয়ার মানুষ একটি ঘৃণ্য কাজ করেছে। যা আমি ঘৃণা করি, সেই অলীক প্রতিমাকে আমার মন্দিরে প্রতিষ্ঠিত করে মন্দির অপবিত্র করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 কারণ আমার দৃষ্টিতে যাহা মন্দ, যিহূদার সন্তানগণ তাহাই করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন; এই যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, ইহা অশুচি করণার্থে তাহারা ইহার মধ্যে আপনাদের ঘৃণিত বস্তু সকল রাখিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 তুমি এগুলো করো কারণ আমি দেখেছি যে যিহূদার লোকরা শয়তানি কাজ করে চলেছে।” এই হল প্রভুর বার্তা। “তারা তাদের মূর্ত্তি প্রতিষ্ঠা করেছে। এবং আমি সেই সব মূর্ত্তিদের ঘৃণা করি। তারা আমার নামাঙ্কিত মন্দিরে এই মূর্ত্তিগুলি প্রতিষ্ঠা করেছে। তারা আমার গৃহ ‘অপবিত্র’ করেছে। অধ্যায় দেখুন |