যিরমিয় 52:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 আর তাঁহার মরণদিন পর্যন্ত বাবিল-রাজের আজ্ঞাতে তাঁহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত, তাঁহার সমস্ত জীবন ব্যাপিয়া তাঁহাকে দিনের উপযুক্ত খাদ্যদ্রব্য প্রতিদিন দেওয়া হইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর তাঁর মরণদিন পর্যন্ত ব্যাবিলনের বাদশাহ্র হুকুমে তাঁকে নিয়মিতভাবে বৃত্তি দেওয়া হত, তাঁর সমস্ত জীবনে তাঁকে দিনের উপযুক্ত খাদ্যদ্রব্য প্রতিদিন দেওয়া হত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 যিহোয়াখীন যতদিন বেঁচেছিলেন, ব্যাবিলনের রাজা তাঁর মৃত্যু পর্যন্ত, তাঁকে নিয়মিতরূপে একটি ভাতা দিতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 যতদিন তিনি বেঁচেছিলেন, ততদিন তাঁকে তাঁর দৈনিক প্রয়োজনের জন্য বৃত্তি দেওয়া হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর তাঁহার মরণদিন পর্য্যন্ত বাবিল-রাজের আজ্ঞাতে তাঁহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত, তাঁহার সমস্ত জীবন ব্যাপিয়া তাঁহাকে দিনের উপযুক্ত খাদ্য দ্রব্য প্রতিদিন দেওয়া হইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 বাবিলের রাজা প্রতিদিন যিহোয়াখীনকে অনুদান দিত। এই অনুদান যিহোয়াখীনের মৃত্যুর আগে পর্যন্ত চালু ছিল। অধ্যায় দেখুন |
তিনি তখনও ফিরিতেছেন না [দেখিয়া কহিলেন], ‘ভাল, তুমি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে ফিরিয়া যাও, বাবিল-রাজ তাঁহাকেই যিহূদার নগরসমূহের উপরে শাসনকর্তা নিযুক্ত করিয়াছেন, তুমি লোকদের মধ্যে তাঁহার সহিত বাস কর; কিম্বা যে কোন স্থানে যাওয়া তোমার বিহিত বোধ হয়, সেই স্থানে যাও।’ পরে রক্ষক-সেনাপতি তাঁহাকে পাথেয় ও উপঢৌকন দিয়া বিদায় করিলেন।