যিরমিয় 51:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাহারা কল্দীয়দের দেশে নিহত ও চকে খড়্গবিদ্ধ হইয়া পতিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তারা কল্দীয়দের দেশে নিহত ও চকে তলোয়ারের আঘাতে মারা পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারা নিহত হয়ে ব্যাবিলনে পড়ে থাকবে, মারাত্মকরূপে আহত হয়ে পথে পথে পড়ে থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তারা আহত হয়ে তাদেরই শহরের পথে পথে পড়ে মারা যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহারা কল্দীয়দের দেশে নিহত ও চকে খড়্গবিদ্ধ হইয়া পতিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কল্দীয়দের দেশে বাবিলের সৈন্যদের হত্যা করা হবে। বাবিলের রাস্তায় তারা গুরুতরভাবে আহত হবে।” অধ্যায় দেখুন |