যিরমিয় 51:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তোমা দ্বারা পুরুষ ও স্ত্রীকে চূর্ণ করিব; তোমা দ্বারা বৃদ্ধ ও বালককে চূর্ণ করিব; তোমা দ্বারা যুবক ও যুবতীকে চূর্ণ করিব; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তোমাকে দিয়ে পুরুষ ও স্ত্রীকে চূর্ণ করবো; তোমাকে দিয়ে বৃদ্ধ ও বালককে চূর্ণ করবো; তোমাকে দিয়ে ও যুবক যুবতীকে চূর্ণ করবো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তোমার দ্বারা আমি নারী ও পুরুষকে চূর্ণ করি, তোমাকে দিয়েই আমি বৃদ্ধ ও যুবকদের চূর্ণ করি, তোমাকে দিয়ে আমি যুবক ও যুবতীকে চূর্ণ করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সমস্ত নরনারীকে হত্যা করবার জন্য শিশু ও বৃদ্ধদের নিধন করবার জন্য বালক ও বালিকাদের হত্যা করতে আমি ব্যবহার করেছি তোমাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তোমা দ্বারা পুরুষ ও স্ত্রীকে চূর্ণ করিব; তোমা দ্বারা বৃদ্ধ ও বালককে চূর্ণ করিব; তোমা দ্বারা যুবক ও যুবতীতে চূর্ণ করিব; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তুমি আমার দ্বারা ব্যবহৃত হয়েছো পুরুষ ও মহিলা ধ্বংসের কাজে, আমি তোমাকে ব্যবহার করেছি পুরুষ, বৃদ্ধ ও যুবকদের বিনাশের কাজে। তরুণ তরুণীদের বিনাশের কাজে তোমাকে ব্যবহার করেছি। অধ্যায় দেখুন |