যিরমিয় 50:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি অশূর-রাজকে যেমন প্রতিফল দিয়াছি, বাবিল-রাজ ও তাহার দেশকে তেমনি প্রতিফল দিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এজন্য বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, দেখ, আমি আশেরিয়ার বাদশাহ্কে যেমন প্রতিফল দিয়েছি, ব্যাবিলনের বাদশাহ্ ও তার দেশকে তেমনি প্রতিফল দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সেই কারণে, সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “আমি যেমন আসিরীয় রাজাকে দণ্ড দিয়েছি, তেমনই ব্যাবিলনের রাজা ও তার দেশকে দণ্ড দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সেইজন্য, আমি সর্বাধিপতি ঈশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, রাজা নেবুকাডনেজার ও তার দেশকে শাস্তি দেব, ঠিক যেভাবে আমি শাস্তি দিয়েছি আসিরিয়ার সম্রাটকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি অশূর-রাজকে যেমন প্রতিফল দিয়াছি, বাবিল-রাজ ও তাহার দেশকে তেমনি প্রতিফল দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তাই প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেন, ‘আমি খুব শীঘ্রই বাবিল এবং তার রাজাকে শাস্তি দেব। অশূরের রাজাকে আমি যেমন শাস্তি দিয়েছি বাবিলকে আমি তেমনই শাস্তি দেব। অধ্যায় দেখুন |