যিরমিয় 49:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এলমের ধনু, তাহাদের বলের অগ্রিমাংশ ভাঙ্গিয়া ফেলিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, আমি এলমের ধনুক, তাদের প্রধান শক্তি, ভেঙ্গে ফেলবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, আমি এলমের শক্তির মুখ্য অবলম্বন, তাদের ধনুক ভেঙে ফেলব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তিনি বললেন, যারা এলমকে এত শক্তিশালী করে তুলেছিল, সেই ধনুর্ধরদের আমি হত্যা করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 —বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এলমের ধনু, তাহাদের বলের অগ্রিমাংশ, ভাঙ্গিয়া ফেলিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 প্রভু সর্বশক্তিমান বলেছেন, “এলমের সব থেকে শক্তিশালী অস্ত্র হল ধনুক। আমি সেই ধনুক শীঘ্রই ভেঙে দেব। অধ্যায় দেখুন |