যিরমিয় 48:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 ‘পলায়ন কর, আপন আপন প্রাণ রক্ষা কর, প্রান্তরস্থ ঝাউ গাছের ন্যায় হও।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ‘পালিয়ে যাও, নিজ নিজ প্রাণ রক্ষা কর, মরুভূমিস্থ ঝাউ গাছের মত হও।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তোমরা পালাও! তোমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াও; তোমরা প্রান্তরের ঝোপঝাড়ের মতো হও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তারা বলে, শীঘ্র প্রাণ নিয়ে পালাও, দৌড়াও মরুভূমির বন্য গর্দভের মত! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 ‘পলায়ন কর, আপন আপন প্রাণ রক্ষা কর, প্রান্তরস্থ ঝাউ গাছের ন্যায় হও।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 বাঁচার জন্য পালাও। দৌড়োও! ঝোপের ছোট ছোট শেকড় যেমন মরুঝড়ে উড়ে যায় সেই ভাবে পালিয়ে যাও। অধ্যায় দেখুন |