যিরমিয় 48:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)45 হিষ্বোনের ছায়াতলে পলাতকেরা শক্তিহীন হইয়া দাঁড়াইয়া আছে, কারণ হিষ্বোন হইতে অগ্নি ও সীহোনের মধ্য হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে, আর মোয়াবের পার্শ্ব ও কলহকারীদের মস্তকের তালু গ্রাস করিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস45 হিশ্বোনের ছায়াতলে পলাতকেরা শক্তিহীন হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হিশ্বোন থেকে আগুন ও সীহোনের মধ্য থেকে আগুনের শিখা বের হয়েছে, আর মোয়াবের পাশ ও কলহকারীদের মাথার তালু গ্রাস করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ45 “পলাতকেরা হিষ্বোনের ছায়াতলে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, কারণ হিষ্বোন থেকে একটি আগুন বের হয়েছে, সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা; তা দগ্ধ করবে মোয়াবের কপাল ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 অসহায় উদ্বাস্তুরা হিসবোনে আশ্রয়ের আশায় দাঁড়িয়ে আছে, কারণ হিসবোনে আগুন জ্বলছে, সীহোনের রাজপ্রাসাদ থেকে লেলিহান অগ্নিশিখা বেরিয়ে আসছে। মোয়াবের সীমান্ত প্রদেশ এবং যুদ্ধপ্রিয় মোয়াবীদের পর্বতচূড়া গ্রাস করেছে সেই অগ্নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 হিশ্বোনের ছায়াতলে পলাতকেরা শক্তিহীন হইয়া দাঁড়াইয়া আছে, কারণ হিশ্বোন হইতে অগ্নি ও সীহোনের মধ্য হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে, আর মোয়াবের পার্শ্ব ও কলহকারীদের মস্তকের তালু গ্রাস করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 “শত্রুবাহিনীর ভয়ে মানুষ নিরাপত্তার জন্য হিশ্বোন শহরের দিকে ছুটবে কিন্তু সেখানেও তারা নিরাপদ নয়। হিশ্বোনে আগুন জ্বলতে শুরু করেছে। সীহোনের শহর থেকে এই আগুনের উৎপত্তি। ঐ আগুন মোয়াবের নেতাদের পুড়িয়ে মারবে, পুড়িয়ে মারবে অহঙ্কারী লোকগুলোকে। অধ্যায় দেখুন |