যিরমিয় 48:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 সদাপ্রভু কহেন, হে মোয়াব-নিবাসী, ত্রাস, খাত ও ফাঁদ তোমার উপরে আসিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 মাবুদ বলেন, হে মোয়াব-নিবাসী, ত্রাস, খাত ও ফাঁদ তোমার উপরে এসেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 ওহে মোয়াবের জনগণ, আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,” সদাপ্রভু এই কথা বলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 মোয়াবের লোকদের জন্য সন্ত্রাস, ফাঁদ ও গভীর খাদ অপেক্ষা করে আছে। প্রভু পরমেশ্বর বলেছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 সদাপ্রভু কহেন, হে মোয়াবনিবাসী, ত্রাস, খাত ও ফাঁদ তোমার উপরে আসিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 প্রভু এই কথাগুলি বলেন: “মোয়াবের লোকরা, ভীত হও, গভীর খাদ এবং ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে। অধ্যায় দেখুন |