যিরমিয় 47:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 হে সদাপ্রভুর খড়্গ, তুমি আর কতকাল পরে ক্ষান্ত হইবে? তুমি আপন কোষে প্রবেশ কর, শান্ত হও, ক্ষান্ত হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 হে মাবুদের তলোয়ার, তুমি আর কত কাল পরে ক্ষান্ত হবে? তুমি তোমার কোষে প্রবেশ কর, শান্ত হও, ক্ষান্ত হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 “ ‘আহ্, সদাপ্রভুর তরোয়াল, আর কত কাল পরে তুমি ক্ষান্ত হবে? তুমি নিজের কোষে প্রবেশ করো, নিবৃত্ত হও ও শান্ত হও।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তুমি চীৎকার করে বল, ‘প্রভু পরমেশ্বরের তরবারি! আর কতদিন তুমি মেতে থাকবে ধ্বংস লীলায়? ক্ষান্ত হও, কোষবদ্ধ হও এবার, সেখানেই কর বিশ্রাম।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 হে সদাপ্রভুর খড়্গ, তুমি আর কত কাল পরে ক্ষান্ত হইবে? তুমি আপন কোষে প্রবেশ কর, শান্ত হও, ক্ষান্ত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 “প্রভুর তরবারি, তুমি এখনো ফিরে যাওনি। আর কতদিন এইভাবে যুদ্ধ করে যাবে? যাও এবার তোমার খাপে ফিরে যাও এবং স্থির হও। অধ্যায় দেখুন |