যিরমিয় 46:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 সদাপ্রভু কহেন, উহারা তাহার অরণ্য কাটিয়া ফেলিবে, তাহার অনুসন্ধান করা যায় না, কারণ উহারা পঙ্গপাল অপেক্ষাও অধিক, উহারা অসংখ্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 মাবুদ বলেন, ওরা তার বন কেটে ফেলবে, তার অনুসন্ধান করা যায় না, কারণ ওরা পঙ্গপালের চেয়েও বেশি, ওরা অসংখ্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তারা তার অরণ্য কেটে ফেলবে,” সদাপ্রভু এই কথা বলেন, “তা যতই গহন হোক না কেন। তারা পঙ্গপাল অপেক্ষাও বহুসংখ্যক, যাদের সংখ্যা গণনা করা যায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 অসংখ্য তাদের লোকজন, সৈন্যসংখ্যা পঙ্গপালকেও ছাড়িয়ে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 সদাপ্রভু কহেন, উহারা তাহার অরণ্য কাটিয়া ফেলিবে, তাহার অনুসন্ধান করা যায় না, কারণ উহারা পঙ্গপাল অপেক্ষাও অধিক, উহারা অসংখ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 প্রভু এই কথাগুলি বলেন, “অরণ্যের গাছ কাটার মতো তারা মিশরের সৈন্যদের কেটে ফেলবে। মিশরের সৈন্য সংখ্যা অসংখ্য হলেও তারা কেউ ছাড়া পাবে না। শত্রুপক্ষের সৈন্যরা হল পঙ্গপালের মতো অগুনতি। অধ্যায় দেখুন |