যিরমিয় 46:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তাহার শব্দ সর্পের ন্যায় চলিবে; কারণ উহারা সসৈন্যে চলিবে, এবং কাঠুরিয়াদের ন্যায় কুড়ালি লইয়া তাহার বিরুদ্ধে আসিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তার আওয়াজ সাপের মত চলবে; কারণ ওরা সসৈন্যে চলবে এবং কাঠুরিয়াদের মত কুড়ালি নিয়ে তার বিরুদ্ধে আসবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 মিশর পালিয়ে যাওয়া সাপের মতো হিস্হিস্ করবে, যেভাবে সৈন্যদল সামনের দিকে এগিয়ে যায়; তারা কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে, যেমন লোকেরা গাছপালা কেটে নেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 শত্রুসেনা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মিশর পালিয়ে গেছে সাপের মত আওয়াজ করতে করতে। বনের গাছগুলি কেটে ফেলে কাঠুরিয়া যেমন ধ্বংস করে নিবিড় অরণ্য, তেমনি তারা কুঠার দিয়ে তাকে আক্রমণ করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহার শব্দ সর্পের ন্যায় চলিবে; কারণ উহারা সসৈন্যে চলিবে, এবং কাঠুরিয়াদের ন্যায় কুড়ালি লইয়া তাহার বিরুদ্ধে আসিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 মিশর শুধু সাপের মতো হিস্হিস্ শব্দ করে ফুঁসবে আর পালানোর চেষ্টা করবে। শত্রুপক্ষ এমশঃ তার কাছে এগিয়ে আসবে। এবং মিশরের সৈন্যরা শুধু আপ্রাণ চেষ্টা করে যাবে কি করে পালিয়ে যাওয়া যায়। শত্রুদল কুঠার নিয়ে মিশরকে আক্রমণ করবে। তারা যেন গাছ কেটে ফেলছে এমন লোকদের মত।” অধ্যায় দেখুন |
ইস্রায়েলের পবিত্রতমেরই বিরুদ্ধে! তুমি আপন দাসগণের দ্বারা প্রভুকে টিট্কারি দিয়াছ, বলিয়াছ, ‘আমি নিজ রথবাহুল্য দ্বারা পর্বতগণের উচ্চ মস্তকে, লিবানোনের নিভৃত স্থানে আরোহণ করিয়াছি, আমি তাহার দীর্ঘকায় এরস বৃক্ষ ও উৎকৃষ্ট দেবদারু সকল ছেদন করিব, তাহার প্রান্তভাগস্থ উচ্চতম স্থানে, উর্বর ক্ষেত্রের কাননে প্রবেশ করিব।