যিরমিয় 46:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 সেই স্থানে লোকেরা উচ্চৈঃস্বরে বলিল, মিসর-রাজ ফরৌণ শব্দমাত্র, সে সময় বহিয়া যাইতে দিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 সেই স্থানে লোকেরা উচ্চৈঃস্বরে বললো, মিসরের বাদশাহ্ ফেরাউন শব্দমাত্র, সে সময় বয়ে যেতে দিয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেখানে তারা চিৎকার করে বলবে, ‘মিশরের রাজা ফরৌণ এক উচ্চশব্দ মাত্র; সে তার সুযোগ হারিয়েছে।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 মিশররাজকে নতুন নাম দাও, গোলযোগকারী ঐ ব্যক্তি সুযোগ নষ্ট করেছে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সে স্থানে লোকেরা উচ্চৈঃস্বরে বলিল, মিসর-রাজ ফরৌণ শব্দমাত্র, সে সময় বহিয়া যাইতে দিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তাদের স্বদেশে ফিরে গিয়ে সৈন্যরা বলবে, ‘ফরৌণ শুধু মুখে বড় বড় কথা বলে। রাজার গৌরবের সময় ফুরিয়ে গেছে।’” অধ্যায় দেখুন |