যিরমিয় 38:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 পরে সিদিকিয় যিরমিয়কে কহিলেন, এই সকল কথা কেহ জ্ঞাত না হউক, তাহাতে আপনি মরিবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 পরে সিদিকিয় ইয়ারমিয়াকে বললেন, এসব কথা কেউ যেন জানতে না পারে, জানলে আপনি মারা পড়বেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তারপর সিদিকিয় যিরমিয়কে বললেন, “আমাদের এই বার্তালাপের কথা কেউ যেন জানতে না পারে, তা না হলে আপনার মৃত্যু হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সিদিকিয় তখন বললেন, আমাদের মধ্যে এইসব আলোচনার বিষয় কাউকে বলবেন না। আপনার কোনও বিপদের ভয় নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 পরে সিদিকিয় যিরমিয়কে কহিলেন, এই সকল কথা কেহ জ্ঞাত না হউক, তাহাতে আপনি মরিবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তখন সিদিকিয় যিরমিয়কে বলে উঠল, “কাউকে বলো না যে আমি তোমার সঙ্গে কথা বলেছি। যদি তুমি বলে দাও তাহলে হয়তো তোমাকে হত্যা করা হবে। অধ্যায় দেখুন |