যিরমিয় 38:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 সিদিকিয় রাজা যিরমিয়কে কহিলেন, যে যিহূদীরা কল্দীয়দের পক্ষে গিয়াছে, তাহাদিগকে আমি ভয় করি; কি জানি, আমি তাহাদের হস্তে সমর্পিত হইব, আর তাহারা আমার অপমান করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 সিদিকিয় বাদশাহ্ ইয়ারমিয়াকে বললেন, যে ইহুদীরা কল্দীয়দের পক্ষে গেছে, তাদেরকে আমি ভয় করি; কি জানি, আমাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, আর তারা আমাকে অপমান করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 রাজা সিদিকিয় যিরমিয়কে বললেন, “আমি সেই ইহুদিদের ভয় পাই, যারা ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিয়েছে, কারণ ব্যাবিলনীয়েরা হয়তো আমাকে তাদের হাতে সমর্পণ করবে ও তারা আমার প্রতি দুর্ব্যবহার করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 রাজা বললেন, যে সব ইসরায়েলী ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিয়েছিল, তাদের আমি ভয় করি। হয়তো তাদেরই হাতে আমাকে তুলে দেওয়া হবে। তারা আমার উপর অকথ্য অত্যাচার করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 সিদিকিয় রাজা যিরমিয়কে কহিলেন, যে যিহূদীরা কল্দীয়দের পক্ষে গিয়াছে, তাহাদিগকে আমি ভয় করি; কি জানি, আমি তাহাদের হস্তে সমর্পিত হইব, আর তাহারা আমার অপমান করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কিন্তু রাজা সিদিকিয় যিরমিয়কে বললেন, “কিন্তু আমি ভয় পাচ্ছি যিহূদার সেই সমস্ত লোকদের যারা ইতিমধ্যেই বাবিলের পক্ষ নিয়েছে। আমি ভীত কারণ বাবিলের সৈন্যরা আমাকে ধরে নিয়ে গিয়ে যিহূদার ঐ মানুষগুলোর হাতে তুলে দেবে। তারা আমার ওপর নিদারুণ অত্যাচার চালাবে।” অধ্যায় দেখুন |