যিরমিয় 37:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 সেই সময়ে যিরমিয় লোকদের মধ্যে যাতায়াত করিতেন, কারণ তৎকালে তিনি কারাগারে বদ্ধ হন নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 সেই সময়ে ইয়ারমিয়া লোকদের মধ্যে স্বাধীনভাবে যাতায়াত করতেন, কারণ তখনও তাঁকে কারাগারে বন্দী করে রাখা হয় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সেই সময় যিরমিয় লোকদের কাছে যাওয়া-আসার জন্য মুক্ত ছিলেন, কারণ তখনও পর্যন্ত তিনি কারাগারে বদ্ধ হননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তখনও আমি কারাগারে বন্দী হইনি, জনসাধারণের মধ্যে স্বাধীনভাবেই চলাফেরা করে বেড়াচ্ছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সেই সময়ে যিরমিয় লোকদের মধ্যে যাতায়াত করিতেন, কারণ তৎকালে তিনি কারাগারে বদ্ধ হন নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সেই সময় যিরমিয়কে তখনও কারাগারে বন্দী করা হয়নি, তাই লোকদের মধ্যে যে কোন জায়গায় যেতে তার বাধা ছিল না। অধ্যায় দেখুন |