যিরমিয় 36:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 পরে যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডাকিলেন; এবং বারূক যিরমিয়ের প্রতি কথিত সদাপ্রভুর সমস্ত বাক্য তাঁহার মুখে শুনিয়া এক জড়ান পুস্তকে লিখিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে ইয়ারমিয়া নেরিয়ের পুত্র বারূককে ডাকলেন; এবং বারূক ইয়ারমিয়ার প্রতি কথিত মাবুদের সমস্ত কালাম তাঁর মুখে শুনে একটি গুটিয়ে রাখা কিতাবে লিখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাই যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডেকে পাঠালেন। সদাপ্রভু যে সমস্ত কথা যিরমিয়কে বলেছিলেন, তিনি সেগুলি মুখে বলে গেলেন। বারূক সেগুলি পুঁথিতে লিখলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমি তখন নেরিয়ের পুত্র বারুককে ডেকে প্রভু পরমেশ্বরের এই সমস্ত কথা বললাম এবং সে একটি তুলট কাগজে সব কথাই লিখে নিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডাকিলেন; এবং বারূক যিরমিয়ের প্রতি কথিত সদাপ্রভুর সমস্ত বাক্য তাঁহার মুখে শুনিয়া এক জড়ান পুস্তকে লিখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তাই যিরমিয় বারূককে ডাকল। বারূক ছিল নেরিয়ের পুত্র। যিরমিয় প্রভুর বার্তা বলছিল। যিরমিয় যখন সেই বার্তাগুলি বলছিল তখন বারূক তা খাতায় লিখে নিচ্ছিল। অধ্যায় দেখুন |