যিরমিয় 36:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 রাজা ও তাঁহার দাসগণ ঐ সকল বাক্য শুনিয়াও কেহ ভীত হইলেন না, ও আপন আপন বস্ত্র ছিঁড়িলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 বাদশাহ্ ও তাঁর গোলামেরা ঐ সমস্ত কালাম শুনেও কেউ ভয় পেল না ও নিজ নিজ কাপড় ছিঁড়লেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 রাজা ও তাঁর পরিচারকেরা, যারাই এই সমস্ত কথা শুনল, তারা ভীত হল না বা তাদের পোশাক ছিঁড়ে ফেলল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 কিন্তু রাজা কিম্বা তাঁর পারিষদেরা কেউ-ই এই পাণ্ডুলিপির পাঠ শুনে বিন্দুমাত্র ভয় পেল না অথবা দুঃখের কোনও চিহ্ন তাদের মুখে ফুটে উঠল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 রাজা ও তাঁহার দাসগণ ঐ সকল বাক্য শুনিয়াও কেহ ভীত হইলেন না, ও আপন আপন বস্ত্র ছিঁড়িলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 এবং রাজা যিহোয়াকীম ও তাঁর অনুচররা এই বাণী শুনেও ভীত হল না। শোকের চিহ্ন হিসেবে তারা তাদের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলল না। অধ্যায় দেখুন |