যিরমিয় 36:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 পরে তাঁহারা বারূককে জিজ্ঞাসা করিলেন, বল দেখি, তুমি কেমন করিয়া তাঁহার মুখে শুনিয়া এই সকল কথা লিখিয়াছিলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে তাঁরা বারূককে জিজ্ঞাসা করলেন, বল দেখি, তুমি কেমন করে তাঁর মুখে শুনে এসব কথা লিখেছিলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তারপর তারা বারূককে জিজ্ঞাসা করল, “আমাদের বলুন, আপনি কীভাবে এই সমস্ত বিষয় লিখলেন? যিরমিয় কি আপনাকে এই সমস্ত বলেছিলেন?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারা তাঁকে জিজ্ঞেস করল, এবার বল দেখি, এ সব কিভাবে তুমি লিখলে? যিরমিয় কি তোমাকে দিয়ে এ সব লিখিয়েছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে তাঁহারা বারূককে জিজ্ঞাসা করিলেন, বল দেখি, তুমি কেমন করিয়া তাঁহার মুখে শুনিয়া এই সকল কথা লিখিয়াছিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তখন তাঁরা বারূককে একটি প্রশ্ন করলেন, “আচ্ছা বারূক বলো তো এই খাতায় যে বাণী তুমি লিখেছো তা তুমি কোত্থেকে পেলে? যিরমিয় তোমাকে যে সব জিনিসের কথা বলেছিল সে সব কি তুমি লিখেছিলে?” অধ্যায় দেখুন |