যিরমিয় 36:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তাঁহারা কহিলেন, বিনয় করি, তুমি বসিয়া আমাদের কর্ণগোচরে উহা পাঠ কর; তাহাতে বারূক তাঁহাদের কর্ণগোচরে পাঠ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তাঁরা বললেন, আরজ করি, তুমি বসে আমাদের কর্ণগোচরে সেটি পাঠ কর; তাতে বারূক তাঁদের কর্ণগোচরে পাঠ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তারা তাঁকে বলল, “আপনি দয়া করে বসুন এবং এই পুঁথি থেকে আমাদের পড়ে শোনান।” বারূক তাদের কাছে তা পড়ে শোনালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 বারুক তাদের কাছে পাণ্ডুলিপিটি নিয়ে এলেন। তারা বারুককে বলল, আপনি বসুন এবং ঐ পাণ্ডুলিপি আমাদের পড়ে শোনান। বারুক পাণ্ডুলিপি পাঠ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাঁহারা কহিলেন, বিনয় করি, তুমি বসিয়া আমাদের কর্ণগোচরে উহা পাঠ কর; তাহাতে বারূক তাঁহাদের কর্ণগোচরে পাঠ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 রাজার সেই সভাসদরা বারূককে বললেন, “এখানে বসো এবং পুঁথিতে লেখা বাণীগুলি পড়ে শোনাও।” সুতরাং বারূক খাতায় লেখা বাণীগুলি পাঠ করতে শুরু করল। অধ্যায় দেখুন |