যিরমিয় 33:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 তাহা হইলেই আমি যাকোবের ও আপন দাস দায়ূদের বংশকে অগ্রাহ্য করিয়া অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের বংশের শাসনকর্তা করিবার জন্য তাহার বংশ হইতে লোকও গ্রহণ করিব না; সত্যই আমি তাহাদের বন্দিদশা ফিরাইব ও তাহাদের প্রতি করুণা করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তা হলে আমি ইয়াকুব ও আমার গোলাম দাউদের বংশকে অগ্রাহ্য করে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের বংশের শাসনকর্তা করার জন্য তার বংশ থেকে লোকও গ্রহণ করবো না; সত্যিই আমি তাদের বন্দীদশা ফিরাব ও তাদের প্রতি করুণা করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তাহলে আমি যাকোব ও আমার দাস দাউদের বংশধরদের অগ্রাহ্য করব এবং অব্রাহাম, ইস্হাক ও যাকোবের বংশধরদের উপরে শাসন করার জন্য তার বংশ থেকে কাউকে মনোনীত করব না। কারণ আমি তাদের অবশ্যই তাদের দেশে ফিরিয়ে আনব এবং তাদের প্রতি সহানুভূতিশীল হব।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 ঠিক এইভাবে যাকোবের বংশধরদের সঙ্গে এবং আমার সেবক দাউদের সঙ্গে আমি আমার চুক্তি রক্ষা করব। অব্রাহাম, ইসাহাক ও যাকোবের বংশধরদের উপর রাজত্ব করার জন্য আমি দাউদের বংশধরদের মধ্যে থেকে একজনকে মনোনীত করব। আমার প্রজাদের উপর বর্ষণ করব করুণাধারা, তাদের আবার সমৃদ্ধিশালী করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তাহা হইলেই আমি যাকোবের ও আপন দাস দায়ূদের বংশকে অগ্রাহ্য করিয়া অব্রাহামের, ইসহাকের ও যাকোবের বংশের শাসনকর্ত্তা করিবার জন্য তাহার বংশ হইতে লোক গ্রহণ করিব না; সত্যই আমি তাহাদের বন্দি-দশা ফিরাইব ও তাহাদের প্রতি করুণা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তাহলে যাকোবের উত্তরপুরুষদের কাছ থেকেও সরে যেতাম এবং তাহলে হয়তো আমি দায়ূদের উত্তরপুরুষদের অব্রাহাম, ইস্হাক এবং যাকোবের উত্তরপুরুষদের শাসন করতে দিতাম না। কিন্তু দায়ূদ হল আমার সেবক এবং আমি ঐ লোকদের প্রতি দয়া দেখাব। আমি ওদের জন্য ভালো কিছু ঘটিয়ে দেব।” অধ্যায় দেখুন |