যিরমিয় 32:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে, তাহাদের প্রতি কখনও বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব, এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে, এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 আমি তাদের সঙ্গে এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করবো যে, তাদের প্রতি কখনও বিমুখ হব না, তাদের মঙ্গল করবো এবং তারা যেন আমাকে পরিত্যাগ না করে, এজন্য আমার প্রতি ভয় তাদের অন্তঃকরণে স্থাপন করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 আমি তাদের সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম করব; তাদের মঙ্গল করায় আমি কখনও নিবৃত্ত হব না, আমাকে ভয় করার জন্য আমি তাদের প্রেরণা দেব, যেন তারা কখনও আমার কাছ থেকে ফিরে না যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 আমি তাদের সঙ্গে এক সন্ধিচুক্তি স্থাপন করব, সেই চুক্তি হবে শাশ্বতকালের চুক্তি। আমি তাদের জন্য কল্যাণকর্মে বিরত হব না কোনদিন এবং তাদের মনে জাগবে আমার প্রতি অবিচল ভক্তি, যেন তারা আর কোনদিন আমার কাছ থেকে দূরে সরে না যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে, তাহাদের প্রতি কখনও বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব, এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে, এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 “‘যিহূদা ও ইস্রায়েলের মানুষদের সঙ্গে আমি একটি চুক্তি করব। এই চুক্তি চিরকালের জন্য বহাল থাকবে। এই চুক্তিতে আমি ওদের কাছ থেকে নিজেকে কখনো সরিয়ে নেব না। আমি তাদের প্রতি সর্বদা মঙ্গলকর থাকব। তারা যাতে আমাকে সম্মান করতে চায় আমি তাদের তাই করব। ওরাও কখনও আমার কাছ থেকে দূরে সরে যাবে না। অধ্যায় দেখুন |