যিরমিয় 32:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 আর আমি তাদের ও তাদের পরে তাদের সন্তানদের মঙ্গলের জন্য তাদেরকে এক অন্তর ও এক পথ দেব, যেন তারা চিরকাল আমাকে ভয় করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 আমি তাদের মঙ্গলের জন্য ও তাদের পরে তাদের সন্তানদের মঙ্গলের জন্য তাদের একনিষ্ঠ হৃদয় ও এক উদ্দেশ্য দেব, যেন তারা সবসময়ই আমাকে ভয় করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 চিরকাল আমাকে সম্মান ও সম্ভ্রম করাই হবে তাদের জীবনের পরম লক্ষ্য। তারা তাদের নিজেদের এবং তাদের সন্তানদের কল্যাণের জন্যই আমাকে সম্ভ্রম করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 আমি ঐ সব লোকেদের মধ্যে এক হবার ইচ্ছা আরোপ করব। তাদের সকলের একটাই লক্ষ্য থাকবে এবং তা হল আমাকে সারা জীবন উপাসনা করে যাওয়া। আমাকে উপাসনা করার ফলে এবং সম্মান করার ফলে তাদের এবং তাদের সন্তানদের ভালো করবে। অধ্যায় দেখুন |