যিরমিয় 32:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 নেরিয়ের পুত্র বারূককে সেই ক্রয়পত্র দিলে পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করিলাম, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 নেরিয়ের পুত্র বারূককে সেই দলিল দেবার পর আমি মাবুদের কাছে এই মুনাজাত করলাম, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 “নেরিয়ের পুত্র বারূককে জমি ক্রয়ের দলিলটি দেওয়ার পর, আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 বারুকের হাতে জমি কেনার দলিল দেবার পর আমি প্রার্থনা করলাম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 নেরিয়ের পুত্র বারূককে সেই ক্রয়পত্র দিলে পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করিলাম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 বারূকের হাতে ঐ দলিল তুলে দেবার পর প্রভুর কাছে প্রার্থনা করে বলেছিলাম: অধ্যায় দেখুন |