যিরমিয় 31:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 সদাপ্রভু বলেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ইস্রায়েল-কুলের ও যিহূদা-কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি ইসরাইল-কুল ও এহুদা-কুলের সঙ্গে একটি নতুন নিয়ম স্থির করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 “সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন, “যখন আমি ইস্রায়েলের কুল ও যিহূদার বংশধরদের সঙ্গে, একটি নতুন নিয়ম স্থাপন করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 প্রভু পরমেশ্বর বলেন, কাল আসন্ন, যখন আমি ইসরায়েল ও যিহুদীয়ার মানুষের সঙ্গে একটি নতুন সন্ধিচুক্তি স্থাপন করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 সদাপ্রভু বলেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ইস্রায়েল-কুলের ও যিহূদা-কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 প্রভু এই কথাগুলি বলেছেন: “সময় আসছে যখন আমি নতুন একটি চুক্তি করব যিহূদা ও ইস্রায়েলের পরিবারের সঙ্গে। অধ্যায় দেখুন |