যিরমিয় 31:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 যিহূদা ও তাহার সমস্ত নগর, এবং কৃষকগণ ও যাহারা পালের সহিত ইতস্ততঃ ভ্রমণ করে, তাহারা তথায় একত্র বাস করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এহুদা ও তার সমস্ত নগর এবং কৃষকরা ও যারা পালের সঙ্গে ইতস্তত ভ্রমণ করে, তারা সেখানে একত্রে বাস করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 যিহূদা ও তার সমস্ত নগরে, লোকেরা একসঙ্গে বসবাস করবে, কৃষকেরা ও যারা তাদের পশুপাল নিয়ে ঘুরে বেড়ায়, তারা সকলে করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 প্রজারা যিহুদীয়া ও তার সমস্ত নগর-জনপদে বাস করবে। সেখানে একই সঙ্গে বাস করবে কৃষক আর মেষপালসহ মেষপালকবৃন্দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 যিহূদা ও তাহার সমস্ত নগর, এবং কৃষকগণ ও যাহারা পালের সহিত ইতস্ততঃ ভ্রমণ করে, তাহারা তথায় একত্র বাস করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 “যিহূদার সমস্ত শহরে শান্তি বিরাজ করবে। কৃষক এবং মেষপালকরা উভয়েই শান্তিতে বসবাস করবে। অধ্যায় দেখুন |