যিরমিয় 30:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ও তোমার ক্ষত সকল ভাল করিব, ইহা সদাপ্রভু কহেন, কেননা তাহারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়োন, যাহার অন্বেষণ কেহ করে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো ও তোমার ক্ষতগুলো ভাল করবো, মাবুদ এই কথা বলেন, কেননা তারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়োন, যার খোঁজ কেউ করে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 কিন্তু তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেব ও তোমার ক্ষতসকলের নিরাময় করব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তোমাকে জাতিভ্রষ্ট বলা হয়, সিয়োনের তত্ত্বাবধান কেউ করে না।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ‘সিয়োন আজ সমাজচ্যুত, পতিত, নেই কেউ তাকে দেখবার’ —একথা তোমার শত্রুরা বললেও, আমি তোমাকে আবার সুস্থ করে তুলব, আরোগ্য করব তোমার সমস্ত ক্ষত। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ও তোমার ক্ষত সকল ভাল করিব, ইহা সদাপ্রভু কহেন, কেননা তাহারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়োন, যাহার অন্বেষণ কেহ করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব। আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব।” এই হল প্রভুর বার্তা। “কেন? কারণ লোকরা তোমাদের জাতিচ্যূত বলে উল্লেখ করেছে। ওরা বলেছিল, ‘সিয়োনকে দেখাশোনা করবার কেউ নেই।’” অধ্যায় দেখুন |