যিরমিয় 28:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 যিরমিয় ভাববাদী কহিলেন, আমেন; সদাপ্রভু তাহাই করুন; সদাপ্রভুর গৃহের পাত্র সকল ও বন্দি লোকসমূহকে বাবিল হইতে এই স্থানে ফিরাইয়া আনিবার বিষয়ে তুমি যে যে ভাববাণী বলিলে, সদাপ্রভু তোমার সেই সকল বাক্য সিদ্ধ করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ইয়ারমিয়া নবী বললেন, আমিন; মাবুদ তা-ই করুন; মাবুদের গৃহের পাত্রগুলো ও বন্দী লোকগুলোকে ব্যাবিলন থেকে এই স্থানে ফিরিয়ে আনবার বিষয়ে তুমি যে যে ভবিষ্যদ্বাণী বললে, মাবুদ তোমার সেসব কালাম সিদ্ধ করুন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তিনি বললেন, “আমেন! সদাপ্রভু সেইরকমই করুন! সদাপ্রভুর গৃহের সব আসবাবপত্র ও ব্যাবিলনে নির্বাসিত সব মানুষকে এখানে ফিরিয়ে এনে সদাপ্রভু তোমার কথিত ভাববাণী পূর্ণ করুন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 চমৎকার! প্রভু পরমেশ্বর এই কাজই করবেন আশা রাখি! আমার নিশ্চিত আশা যে তিনি তোমার এই ভবিষ্যদ্বাণী সফল করবেন এবং ব্যাবিলন থেকে মন্দিরের রত্নভাণ্ডার ও যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে, সেই সমস্ত লোককে ফিরিয়ে আনবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 যিরমিয় ভাববাদী কহিলেন, আমেন; সদাপ্রভু তাহাই করুন; সদাপ্রভুর গৃহের পাত্র সকল ও বন্দি লোকসমূহকে বাবিল হইতে এই স্থানে ফিরাইয়া আনিবার বিষয়ে তুমি যে যে ভাববাণী বলিলে, সদাপ্রভু তোমার সেই সকল বাক্য সিদ্ধ করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যিরমিয় হনানিয়কে বলল, “আমেন! আমি আশা করি তুমি প্রভুর নামে যে বার্তা প্রচার করেছো তা প্রভু সত্যি করে তুলবেন। আমি আশা করি প্রভু সব কিছু আবার ফিরিয়ে আনবেন। আশা করি তিনি ফিরিয়ে আনবেন উপাসনাগৃহের লুণ্ঠিত জিনিসপত্র এবং বাবিলে দাসত্ব করা যিহূদার সমস্ত লোকদের। অধ্যায় দেখুন |