যিরমিয় 28:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে ও যিহূদার সমস্ত বন্দি, যাহারা বাবিলে গিয়াছে, তাহাদিগকে এই স্থানে ফিরাইয়া আনিব, ইহা সদাপ্রভু বলেন; কেননা আমি বাবিল-রাজের জোঁয়ালি ভগ্ন করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর যিহোয়াকীমের পুত্র এহুদার বাদশাহ্ যিকনিয়কে ও এহুদার সমস্ত বন্দী, যারা ব্যাবিলনে গেছে, তাদেরকে এই স্থানে ফিরিয়ে আনবো, মাবুদ এই কথা বলেন; কেননা আমি ব্যাবিলনের বাদশাহ্র জোয়াল ভেঙ্গে ফেলব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনকে এবং যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত হওয়া সব ব্যক্তিকে এই স্থানে ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যিহোয়াকিমের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াখিন এবং যিহুদীয়ার যে সমস্ত লোক ব্যাবিলনে নির্বাসনে গিয়েছিল, তাদের সবাইকে আমি ফিরিয়ে আনব। হ্যাঁ, আমি ব্যাবিলনরাজের ক্ষমতা খর্ব করব, আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে ও যিহূদার সমস্ত বন্দি, যাহারা বাবিলে গিয়াছে, তাহাদিগকে এই স্থানে ফিরাইয়া আনিব, ইহা সদাপ্রভু বলেন; কেননা আমি বাবিল-রাজের যোঁয়ালি ভগ্ন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যিহূদার রাজা যিহোয়াকীণকে, যে যিহোয়াকীমের পুত্র, তাকেও এখানে ফিরিয়ে আনব। বাবিলের রাজা যিহূদার যে সমস্ত মানুষকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল তাদের সবাইকে আমি আবার যিহূদায় ফিরিয়ে আনব। আমি যিহূদার লোকদের বাবিলের রাজার দাসত্ব থেকে মুক্তি দেব।’” অধ্যায় দেখুন |