যিরমিয় 27:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর যে দূতগণ যিরূশালেমে যিহূদা-রাজ সিদিকিয়ের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, অম্মোন-সন্তানগণের রাজার, সোরের রাজার ও সীদোনের রাজার নিকটে তাহা পাঠাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর যে দূতেরা জেরুশালেমে এহুদার বাদশাহ্ সিদিকিয়ের কাছে এসেছে, তাদের দ্বারা ইদোমের বাদশাহ্র, মোয়াবের বাদশাহ্র, অম্মোনীয়দের বাদশাহ্র, টায়ারের বাদশাহ্র ও সিডনের বাদশাহ্র কাছে তা পাঠাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তারপর জেরুশালেমে যিহূদার রাজা সিদিকিয়ের কাছে আসা ইদোম, মোয়াব, অম্মোন, টায়ার ও সীদোনের প্রতিনিধিদের কাছে এই বার্তা পাঠও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তারপর তিনি ইদোম, মোয়াব, আম্মোন, টায়ার এবং সীদোনের রাজাদের কাছে তাদের রাজদূতের মাধ্যমে আমাকে বার্তা পাঠাতে বললেন, যে রাজদূতেরা জেরুশালেমে রাজা সিদিকিয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর যে দূতগণ যিরূশালেমে যিহূদা-রাজ সিদিকিয়ের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, অম্মোন-সন্তানগণের রাজার, সোরের রাজার ও সীদোনের রাজার নিকটে তাহা পাঠাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তারপর ইদোম, মোয়াব, অম্মোন, সোর এবং সীদোনের রাজাদের কাছে খবর পাঠিয়ে দাও। এইসব বার্তাগুলি দূতদের মারফৎ সব রাজাদের কাছে পাঠিয়ে দাও, যারা যিহূদার রাজা সিদিকিয়কে জেরুশালেমে দেখতে এসেছিল। অধ্যায় দেখুন |