যিরমিয় 27:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 হাঁ, সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে অবশিষ্ট সেই পাত্র সকলের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 হ্যাঁ, মাবুদের গৃহে, এহুদার রাজপ্রাসাদে ও জেরুশালেমে অবশিষ্ট সেই পাত্রগুলোর বিষয়ে বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 হ্যাঁ, একথা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর গৃহে ও যিহূদার রাজার প্রাসাদে ও জেরুশালেমে যেসব জিনিস অবশিষ্ট রয়ে গেছে, সেগুলির সম্পর্কে বলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আমি সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর মন্দিরে ও জেরুশালেমের রাজপ্রাসাদে ফেলে যাওয়া সম্পদ সম্বন্ধে যা বলি শোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 হাঁ, সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে অবশিষ্ট সেই পাত্র সকলের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন যে প্রভুর মন্দিরে, রাজপ্রাসাদে এবং জেরুশালেমে পড়ে থাকা জিনিসপত্র বাবিলে নিয়ে যাওয়া হবে। অধ্যায় দেখুন |