যিরমিয় 27:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও জোঁয়ালি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 মাবুদ আমাকে এই কথা বললেন, তুমি কয়েকটি চামড়ার ফিতা ও জোয়াল প্রস্তুত করে তোমার কাঁধে রাখ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সদাপ্রভু আমাকে এই কথা বললেন: “তুমি চামড়ার ফালি ও কাঠের দণ্ড দিয়ে একটি জোয়াল তৈরি করো এবং তা তোমার ঘাড়ে রাখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কাঠ দিয়ে একটি যোঁয়ালি তৈরি করে চামড়ার ফিতে দিয়ে নিজের গলায় পরতে বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও যোঁয়লি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখ; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 প্রভু আমাকে যা বলেছিলেন তা হল এই: “যিরমিয় একটি জোয়াল তৈরী করো এবং সেই জোয়ালটিকে তোমার কাঁধের ওপর স্থাপন কর। অধ্যায় দেখুন |