যিরমিয় 26:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 যখন যিরমিয় সদাপ্রভুর গৃহে এই সকল কথা কহিলেন, তখন যাজকগণ, ভাববাদিগণ ও সমস্ত প্রজালোক তাহা শুনিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যখন ইয়ারমিয়া মাবুদের গৃহে এসব কথা বললেন, তখন ইমামেরা, নবীরা ও সমস্ত লোক তা শুনলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যাজকেরা, ভাববাদীরা এবং সমস্ত লোক সদাপ্রভুর গৃহে যিরমিয়কে এই সমস্ত কথা বলতে শুনল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 পুরোহিতেরা, নবীরা এবং সমস্ত লোক মন্দিরে আমার এই কথাগুলি শুনল এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যখন যিরমিয় সদাপ্রভুর গৃহে এই সকল কথা কহিলেন, তখন যাজকগণ, ভাববাদিগণ ও সমস্ত প্রজালোক তাহা শুনিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যিরমিয়র এই কথাগুলি প্রভুর মন্দিরে উপস্থিত যাজক, ভাববাদী এবং সমস্ত মানুষ শুনেছিল। অধ্যায় দেখুন |