যিরমিয় 25:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 আর তুমি তাহাদিগকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা পান করিয়া মত্ত হইয়া বমন কর, এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত খড়্গ প্রযুক্ত পতিত হও, আর উঠিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আর তুমি তাদেরকে এই কথা বলবে, বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্ এই কথা বলেন, তোমরা পান করে মাতাল হয়ে বমি কর এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত তলোয়ারের দরুন পড়ে যাও, আর উঠো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 “তারপর তুমি তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: পান করো, মত্ত হও ও বমি করো। আর আমি যে বিপক্ষের তরোয়াল প্রেরণ করব, তার জন্য পতিত হও, আর উঠো না।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 প্রভু পরমেশ্বর আমাকে বললেন,লোকদের বল, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর তাদের আদেশ করছি, যতক্ষণ না তারা সুরাপানে মত্ত হয়ে উঠবে, বমন করবে, পড়ে যাবে মাটিতে এবং উঠবার শক্তি পর্যন্ত থাকবে না, ততক্ষণ যেন তারা পান করে, কারণ তাদের মাঝে আমি বিধ্বংসী যুদ্ধ পাঠাচ্ছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর তুমি তাহাদিগকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা পান করিয়া মত্ত হইয়া বমন কর, এবং তোমাদের মধ্যে আমার প্রেরিত খড়্গ প্রযুক্ত পতিত হও, আর উঠিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 “যিরমিয়, ঐ সমস্ত দেশগুলিকে বলো, সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘আমার ক্রোধ ভর্ত্তি ঐ দ্রাক্ষারস পান কর এবং তারপর বমি কর। তারপর শুয়ে পড়ো এবং উঠে দাঁড়িও না। কারণ এরপর আমি তোমাদের হত্যা করার জন্য তরবারি পাঠাচ্ছি।’ অধ্যায় দেখুন |