Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 25:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 এবং আরবের সমস্ত রাজা, ও প্রান্তরবাসী মিশ্রিত জাতিগণের সমস্ত রাজা;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 এবং আরবের সমস্ত বাদশাহ্‌ ও মরুভূমিবাসী মিশ্রিত জাতিদের সমস্ত বাদশাহ্‌;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 আরবের সমস্ত রাজা এবং প্রান্তের দেশগুলিতে বসবাসকারী বিদেশিদের সব রাজাকে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 এবং আরবের সমস্ত রাজা, ও প্রান্তরবাসী মিশ্রিত জাতিগণের সমস্ত রাজা;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 আরবের সমস্ত রাজা যারা মরুভূমিতে বাস করে তাদেরও পান করালাম।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 25:24
11 ক্রস রেফারেন্স  

ইহা ছাড়া বণিক ও ব্যবসায়িগণও স্বর্ণ আনিত; এবং আরবীয় সমস্ত রাজা ও দেশের শাসনকর্তৃগণ শলোমনের নিকটে স্বর্ণ ও রৌপ্য আনিতেন।


এবং সমস্ত মিশ্রিত জাতি, ঊষ দেশের সমস্ত রাজা, ও পলেষ্টীয়দের দেশের সমস্ত রাজা,


কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাহাদের সহিত খড়্‌গে পতিত হইবে।


তাহার ঘোটকদের উপরে, তাহার রথসমূহের উপরে ও তন্মধ্যস্থিত সমুদয় মিশ্রিত লোকের উপরে খড়্‌গ রহিয়াছে, তাহারা অবলাদের সমান হইবে; তাহার সকল ধনকোষের উপরে খড়্‌গ রহিয়াছে, সেই সকল লুট হইবে।


আরব এবং কেদরের অধ্যক্ষেরা সকলে তোমার করায়ত্ত বণিক ছিল, মেষশাবক, মেষ ও ছাগ, এই সকল বিষয়ে তাহারা তোমার বণিক ছিল।


আরব বিষয়ক ভারবাণী। হে দদানীয় পথিক দলসমূহ, তোমরা আরবে বনের মধ্যে রাত্রি যাপন করিবে।


ইহা ছাড়া বণিকদের, ব্যবসায়িগণের ও মিশ্রিত লোকদের সমস্ত রাজার ও দেশাধিপতিগণের নিকট হইতে [স্বর্ণের আমদানি হইত]।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন