যিরমিয় 25:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 ইদোম, মোয়াব ও অম্মোন-সন্তানগণ; এবং সোরের সমস্ত রাজা, সীদোনের সমস্ত রাজা, ও সমুদ্রপারস্থ উপকূলের রাজগণ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 ইদোম, মোয়াব ও অম্মোনীয়রা; এবং টায়ারের সমস্ত বাদশাহ্, সিডনের সমস্ত বাদশাহ্ ও সমুদ্রপারস্থ উপকূলের বাদশাহ্রা, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 সোর ও সীদোনের সব রাজাকে; সমুদ্র-উপকূল বরাবর সমস্ত রাজাকে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 ইদোম, মোয়াব ও অম্মোন-সন্তানগণ; এবং সোরের সমস্ত রাজা, সীদোনের সমস্ত রাজা, ও সমুদ্রপারস্থ উপকূলের রাজগণ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 সোর এবং সীদোনের শহরের রাজাদের ঐ পেয়ালার দ্রাক্ষারস পান করালাম। বহু দূরের দেশগুলির রাজাদেরও ঐ দ্রাক্ষারস পান করালাম। অধ্যায় দেখুন |