যিরমিয় 24:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর আমি তাহাদিগকে ও তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তথা হইতে তাহারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সেই পর্যন্ত তাহাদের মধ্যে খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সে পর্যন্ত তাদের মধ্যে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি প্রেরণ করব, যতক্ষণ না তারা এই দেশ থেকে ধ্বংস হয়, যে দেশ আমি তাদের ও তাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আমি তাদের উপর আনব যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী, যতদিন না তারা তাদের ও তাদের পিতৃপুরুষদের আমার দেওয়া এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর আমি তাহাদিগকে ও তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তথা হইতে তাহারা যে পর্য্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সে পর্য্যন্ত তাহাদের মধ্যে খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তাদের বিরোধিতা করার জন্য আমি তরবারি, অনাহার এবং রোগ পাঠাব। আমি তাদের যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকে মারা যায় ততক্ষণ আক্রমণ করব। তাহলে তারা এই দেশ যা আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।” অধ্যায় দেখুন |