যিরমিয় 23:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 এই জন্য দেখ, আমি তোমাদিগকে একেবারে তুলিয়া লইব , এবং তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে নগর দিয়াছি, তাহা সুদ্ধ তোমাদিগকে আমার নিকট হইতে দূর করিয়া দিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 এজন্য দেখ, আমি তোমাদের একেবারে তুলে নেব এবং তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদেরকে যে নগর দিয়েছি, তাসুদ্ধ তোমাদের আমার কাছ থেকে দূর করে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 অতএব, আমি নিশ্চিতরূপে তোমাদের ভুলে যাব এবং যে নগর আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম, তা আমার উপস্থিতি থেকে দূরে নিক্ষেপ করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 তাহলে তাদের তুমি বলবে যে, আমি তাদের ছুঁড়ে ফেলে দেব। তাদের এবং তাদের পূর্বপুরুষদের যে নগরী আমি দিয়েছিলাম, সবশুদ্ধ দূরে ছুঁড়ে ফেলে দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 এই জন্য দেখ, আমি তোমাদিগকে একেবারে তুলিয়া লইব এবং তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে নগর দিয়াছি, তাহা শুদ্ধ তোমাদিগকে আমার নিকট হইতে দূর করিয়া দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 কিন্তু তোমরা যদি আমার বার্তাকে ভারী বোঝা বলে উল্লেখ করো তাহলে আমিও তোমাদের এবং ঐ শহরটিকে ভারী বোঝা বলে মনে করে আমার কাছ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব। আমি তোমাদের পূর্বপুরুষকে এই জেরুশালেম শহর দিয়েছিলাম। কিন্তু আমি তোমাদের এই শহর থেকে ছুঁড়ে ফেলে দেব। অধ্যায় দেখুন |
এই জন্য সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, দেখ, আমি যিহূদার বিপরীতে ও যিরূশালেম-নিবাসী সকলের বিপরীতে যে সকল অমঙ্গলের কথা বলিয়াছি, সেই সমস্ত তাহাদের প্রতি ঘটাইব; কারণ আমি তাহাদের কাছে কথা বলিয়াছি, কিন্তু তাহারা শুনে নাই, এবং তাহাদিগকে আহ্বান করিয়াছি, কিন্তু তাহারা উত্তর দেয় নাই।