যিরমিয় 22:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 ধিক্ তাহাকে, যে অধর্ম দ্বারা আপন বাটী, ও অন্যায় দ্বারা আপন উচ্চ কুঠরি নির্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায়, এবং তাহার শ্রমের ফল তাহাকে দেয় না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 ধিক্ তাকে, যে অধর্ম দ্বারা তার বাড়ি ও অন্যায় দ্বারা তার উঁচু কক্ষ নির্মাণ করে, যে বিনা বেতনে তার প্রতিবেশীকে খাটায় এবং তার শ্রমের ফল তাকে দেয় না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “ধিক্ সেই মানুষকে, যে অধার্মিকতায় তার প্রাসাদ নির্মাণ করে, অন্যায়ের সঙ্গে তার উপরতলার কক্ষ তৈরি করে, যে বিনামূল্যে তার স্বদেশি লোকদের কাজ করায়, তাদের পরিশ্রমের কোনো মজুরি দেয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 অন্যায় দিয়ে যে ঘর গড়ে, অবিশ্বস্ততা দিয়ে তার শ্রীবৃদ্ধি করে, যে নিজের দেশবাসীকে বেগার খাটায়, কোন পারিশ্রমিক দেয় না তাদের, ধ্বংস হোক সেইজন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ধিক্ তাহাকে, যে অধর্ম্ম দ্বারা আপন বাটী, ও অন্যায় দ্বারা আপন উচ্চ কুঠরী নির্ম্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায়, এবং তাহার শ্রমের ফল তাহাকে দেয় না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “রাজা যিহোয়াকীমের জীবনে খারাপ সময় ঘনিয়ে আসছে। সে তার রাজপ্রাসাদ তৈরী করতে বহু অসৎ কাজ করেছে। লোক ঠকিয়ে প্রাসাদের ঘর সমেত উচ্চতা বাড়িয়েছে। তার প্রজাদের দিয়ে বিনা পারিশ্রমিকে সে কাজ করিয়ে নিয়েছে।” অধ্যায় দেখুন |