যিরমিয় 21:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আমি এই নগরবাসী মনুষ্য ও পশু সকলকে সংহার করিব; তাহারা মহামারীতে মারা পড়িবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আমি এই নগরবাসী সমস্ত মানুষ ও পশুকে সংহার করবো; তারা মহামারীতে মারা পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যারা এই নগরে বসবাস করে, মানুষ ও পশু নির্বিশেষে তাদের সবাইকে আমি আঘাত করব, আর তারা এক ভয়ংকর মহামারিতে প্রাণত্যাগ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এই নগরীর প্রতিটি অধিবাসীকে আমি হত্যা করব। মানুষ, পশু নির্বিশেষে সকলে ভয়ানকভাবে রোগাক্রান্ত হয়ে মারা যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আমি এই নগরবাসী মনুষ্য ও পশু সকলকে সংহার করিব; তাহারা মহামারীতে মারা পড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আমি সমস্ত জেরুশালেমবাসীকে হত্যা করব। হত্যা করব পশুদেরও। তারা একটি ভয়ঙ্কর রোগে মারা যাবে যেটি সারা শহরে ছড়িয়ে যাবে।’” অধ্যায় দেখুন |