যিরমিয় 21:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 আর যিহূদার রাজকুলের বিষয় তোমরা সদাপ্রভুর বাক্য শুন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর এহুদার বাদশাহ্র কুলের বিষয় তোমরা মাবুদের কালাম শোন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 “এছাড়া, যিহূদার রাজপরিবারকে বলো, ‘তোমরা সদাপ্রভুর বাক্য শোনো; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11-12 দাউদের বংশধর, যিহুদীয়ার রাজপরিবারের কাছে এই বার্তা প্রভু পরমেশ্বর আমাকে পৌঁছে দিতে বললেন, আমি, প্রভু পরমেশ্বর, যে কথা বলছি, শোন। দেখ, যেন সকলে ন্যায়বিচার পায়। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে উদ্ধার কর উৎপীড়কের কবল থেকে। ফিরিয়ে দাও তার ন্যায্য অধিকার তোমার এ অন্যায় জ্বালিয়ে দেবে আমার ক্রোধের আগুন, যা কোনদিন নেভান যাবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর যিহূদার রাজকুলের বিষয় তোমরা সদাপ্রভুর বাক্য শুন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 “এই বার্তা যিহূদার রাজপরিবারকে জানিয়ে দাও: ‘প্রভুর বার্তা শোন। অধ্যায় দেখুন |