যিরমিয় 20:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আমি যে দিন জন্মিয়াছিলাম, সেই দিন শাপগ্রস্ত হউক; আমার মাতা যে দিন আমাকে প্রসব করিয়াছিলেন, সেই দিন আশীর্বাদবিহীন হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আমি যেদিন জন্মেছিলাম, সেদিন বদদোয়াগ্রস্ত হোক; আমার মা যেদিন আমাকে প্রসব করেছিলেন, সেদিন দোয়া-বিহীন হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমার যেদিন জন্ম হয়েছিল, সেদিনটি অভিশপ্ত হোক! যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন, সেদিনটি আশীর্বাদবিহীন হোক! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 অভিশপ্ত হোক আমার জন্মের সেই দিন, যে দিন জননী আমায় জন্ম দিয়েছিলেন, সেই দিন ডুবে যাক্ বিস্মৃতির অতলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আমি যে দিন জন্মিয়াছিলাম, সেই দিন শাপগ্রস্ত হউক; আমার মাতা যে দিন আমাকে প্রসব করিয়াছিলেন, সেই দিন আশীর্ব্বাদ বিহীন হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 অভিশাপ দাও সেই দিনটিকে যেদিন আমি জন্ম নিয়েছিলাম। যেদিন আমার মা আমাকে পেয়েছিল সেই দিনটিকে আশীর্বাদ কোরো না। অধ্যায় দেখুন |