যিরমিয় 19:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 সদাপ্রভু কহেন, আমি এই স্থানের ও এতন্নিবাসীদের প্রতি এই কার্য করিব, আমি এই নগর তোফতের সদৃশ করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 মাবুদ বলেন, আমি এই স্থান ও এই স্থানের অধিবাসীদের প্রতি এই কাজ করবো, আমি এই নগর তোফতের মত করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 এই স্থান ও এখানকার লোকেদের প্রতি আমি এরকমই করব, সদাপ্রভু এই কথা বলেন। আমি এই নগরকে তোফতের মতো করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আমি প্রতিজ্ঞা করেছি, এই নগরী ও তার অধিবাসীদের অবস্থা আমি তোফতের মত করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 সদাপ্রভু কহেন, আমি এই স্থানের ও এতন্নিবাসীদের প্রতি এই কার্য্য করিব, আমি এই নগর তোফতের সদৃশ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আমি যিহূদার মানুষদের অবস্থাও তোফতের মতো করব।’ এই হল প্রভুর বার্তা। অধ্যায় দেখুন |