যিরমিয় 17:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেই ব্যক্তি দোয়াযুক্ত হোক, যে মাবুদের উপর নির্ভর করে, যার বিশ্বাসভূমি মাবুদ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে, যার আস্থা থাকে তাঁরই উপর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু আমার উপর যে আস্থা রাখে, তাকে আমি আশীর্বাদ করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কিন্তু যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস রাখবে, সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। কারণ প্রভু তাকে দেখাবেন যে তাঁকে বিশ্বাস করা যায়। অধ্যায় দেখুন |