যিরমিয় 17:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আর বিশ্রামবারে আপন আপন গৃহ হইতে কোন বোঝা বাহির করিও না, এবং কোন কার্য করিও না; কিন্তু বিশ্রামদিন পবিত্র করিও, যেমন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর বিশ্রামবারে নিজ নিজ বাড়ি থেকে কোন বোঝা বের করো না এবং কোন কাজ করো না; কিন্তু বিশ্রামবার পবিত্র করো, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদেরকে হুকুম দিয়েছিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তোমাদের ঘরের বাইরে কোনো বোঝা আনবে না, কিংবা সাব্বাথ-দিনে তোমরা কোনো কাজ করবে না, কিন্তু সাব্বাথ-দিন পবিত্ররূপে পালন করবে, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 অথবা সাব্বাথ দিনে তাদের বাড়ি থেকে কোন কিছু বাইরে বহন করে নিয়ে না যায়। সাব্বাথ দিনে তারা কোনও কাজ করবে না, কিন্তু আমি তাদের পূর্বপুরুষদের যে আদেশ দিয়েছি সেই অনুসারে সাব্বাথ দিনকে তারা পবিত্রভাবে পালন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর বিশ্রামবারে আপন আপন গৃহ হইতে কোন বোঝা বাহির করিও না, এবং কোন কার্য্য করিও না; কিন্তু বিশ্রামদিন পবিত্র করিও, যেমন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 বিশ্রামের দিনে ঘরের মালপত্রও নিয়ে যাতায়াত করতে পারবে না। সেদিন কাজেও যেতে পারবে না। বিশ্রামের দিন তোমরা পবিত্র দিন হিসেবে যাপন করবে। আমি তোমাদের পূর্বপুরুষদেরও এই আদেশ দিয়েছিলাম। অধ্যায় দেখুন |