যিরমিয় 17:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আমার ত্রাসজনক হইও না; বিপদকালে তুমিই আমার আশ্রয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমার ত্রাসজনক হয়ো না; বিপদকালে তুমিই আমার আশ্রয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমার কাছে আতঙ্কস্বরূপ হোয়ো না, বিপর্যয়ের দিনে তুমিই আমার আশ্রয়স্থান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আমার কাছে তুমি আতঙ্কজনক হয়ে উঠো না। বিপদের দিনে তুমি আমার নিরাপদ আশ্রয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আমার ত্রাসজনক হইও না; বিপৎকালে তুমিই আমার আশ্রয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 প্রভু আমাকে ধ্বংস করবেন না। আমি অশান্তির সময়গুলোতে আপনার ওপরে নির্ভর করে থাকি। অধ্যায় দেখুন |