যিরমিয় 14:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তুমি আপন নামের অনুরোধে আমাদিগকে ঘৃণা করিও না, তোমার প্রতাপের সিংহাসন অনাদরের পাত্র করিও না; আমাদের সহিত তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তুমি তোমার নামের অনুরোধে আমাদের ঘৃণা করো না, তোমার মহিমার সিংহাসনকে অনাদরের পাত্র করো না; আমাদের সঙ্গে তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তোমার নিজের নামের অনুরোধে, তুমি আমাদের ঘৃণা কোরো না; তোমার গৌরবের সিংহাসনকে অসম্মানিত কোরো না। আমাদের সঙ্গে কৃত তোমার চুক্তির কথা স্মরণ করো, এবং তা ভেঙে ফেলো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 স্মরণ কর তোমার প্রতিশ্রুতি, আমাদের করো না ঘৃণা, জেরুশালেমের উপর এনো না লজ্জার গ্লানি, তোমার গৌরবময় সিংহাসনের পীঠস্থান জেরুশালেম! আমাদের সাথে যে চুক্তি করেছিলে ভেঙ্গে দিও না সেই চুক্তি তোমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তুমি আপন নামের অনুরোধে আমাদিগকে ঘৃণা করিও না, তোমার প্রতাপের সিংহাসন অনাদরের পাত্র করিও না; আমাদের সহিত তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আপনার নামের দোহাই, আমাদের ঠেলে সরিয়ে রাখবেন না। আপনার মহিমান্বিত সিংহাসনকে অসম্মান অনাদরের পাত্র করবেন না। আপনার সঙ্গে আমাদের চুক্তির কথা স্মরণ করুন। আপনি সেই চুক্তি ভঙ্গ করবেন না। অধ্যায় দেখুন |
হে প্রভু, ধর্মশীলতা তোমার, কিন্তু আমরা মুখের বিবর্ণতার পাত্র, যেমন অদ্য দেখা যাইতেছে; যিহূদার লোক ও যিরূশালেম-নিবাসিগণ এবং সমস্ত ইস্রায়েল এই অবস্থায় রহিয়াছে, যাহারা নিকটবর্তী ও যাহারা দূরস্থ, যাহারা সেই সকল দেশে রহিয়াছে, যেখানে তুমি তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ, তোমার বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন প্রযুক্তই তাড়াইয়া দিয়াছ।